শিরোপা জয়ে রোনালদোর কীর্তি

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৯, ১৯:০৬

সাহস ডেস্ক

ইতালিয়ান সিরি আ’ লিগে টানা অষ্টমবারের মতো শিরোপা জিতলো জুভেন্টাস। এরই সঙ্গে দারুণ এক কীর্তিতে নাম লেখালেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ তিন লিগের শিরোপা জিতলেন তিনি।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে তিনটি শিরোপা জয়ের পর রোনালদো স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদে পাড়ি দেন। লা লিগায় তিনি দুটি ট্রফি ঘরে তোলেন। আর এই মৌসুমে ইতালিয়ান শিরোপা চুমু খেলেন।

প্রথম মৌসুমে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা জেতে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। লিগের এখন পর্যন্ত রোনালদো ১৯টি গোল করেছেন।

২০ এপ্রিল (শনিবার) রাতে ঘরের মাঠে ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে টানা অষ্টমবারের মতো লিগ শিরোপা ঘরে তোলে তুরিনের ক্লাবটি। এতে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার ক্ষতটা কিছুটা হলেও কমলো তাদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত