২০২০ কোপা আমেরিকার আয়োজক আর্জেন্টিনা-কলম্বিয়ায়

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ১৩:৩৬

অনলাইন ডেস্ক

দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকার ২০২০ সালের আয়োজক দুই দেশ হিসেবে আর্জেন্টিনা আর কলম্বিয়ার নাম নিশ্চিত করেছে কনমেবল। আগামী বছর এই টুর্নামেন্টটি হবে নতুন ফরমেটে।

গুঞ্জন আগেই ছিল যে, ২০২০ কোপা আমেরিকার আয়োজক হতে পারে আর্জেন্টিনা-কলম্বিয়া। নিয়ন্ত্রক সংস্থা কনমেবল সেটাই নিশ্চিত করলো।

আঞ্চলিক এই টুর্নামেন্টটির ফরমেট এবার দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ছয়টি করে দল খেলবে দুই গ্রুপ। একটি গ্রুপের নাম জোনা সুর (সাউথ জোন), অপরটি জোনা নরতে (নর্থ জোন)।

আর্জেন্টিনা পড়েছে সাউথ জোনে। যে গ্রুপে তাদের সঙ্গে রয়েছে চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া এবং আমন্ত্রিত একটি দল।

ব্রাজিল খেলবে নর্থ জোনে। যেখানে তাদের সঙ্গে থাকছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, পেরু এবং আমন্ত্রিত একটি দল।

প্রতি গ্রুপ থেকে চারটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে দুটি করে দল সেমিফাইনালে। এবং সবশেষে ফাইনালে দুই দল।