এসি মিলানকে হারিয়ে শিরোপার আরো কাছে জুভেন্টাস

প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৯, ১৩:৩১

সাহস ডেস্ক

ইতালিয়ান সিরি আ’ লিগে ঘরের মাঠে ইতালিয়ান তরুণ মইসে কেনের শেষ মুহুর্তের গোলে এসি মিলানকে হারিয়ে শিরোপার আরো কাছে পৌঁছে গেছে জুভেন্টাস। জেনোয়ার বিপক্ষে দ্বিতীয়স্থানে থাকা নাপোলি হারলেই টানা অষ্টমবারের মতো ট্রফি ঘরে তুলবে দেশটির সফল ক্লাব জুভেন্টাস।

৬ এপ্রিল (শনিবার) রাতে জুভেন্টাস স্টেডিয়ামে এসি মিলানকে ২-১ গোলে হারিয়েছে মাসিমিলানো আললেগ্রির শিষ্যরা।

এদিন নিজেদের ঘরের মাঠে এসি মিলানকে আতিথ্য দেয় জুভেন্টাস। তবু প্রথম গোলটি করেন এসি মিলানই। ম্যাচের ৩৯তম মিনিটে পোল্যান্ডের ফরোয়ার্ড পিয়াতেকের গোলে এগিয়ে যায় সফরকারীরা। সে গোল শোধ দিতে মরিয়া হয়ে পড়ে জুভেন্টাস। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোল নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬০তম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন দিবালা নিজেই।

ম্যাচে সমতা ফিরলেও জয়সূচক গোলটি করতে পারছিল না কোনো দল। অবশেষে ৮১তম মিনিটে মিরালেম পিয়ানিচের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ১৯ বছর বয়সী আলোচিত ফরোয়ার্ড মইসে কেন।

এ জয়ের পর ৩১ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৮৪। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ব্যবধানটা ২১, ঝুলিতে রয়েছে ৬১ পয়েন্ট। ৩১ ম্যাচে ১৪ জয় ও ১০ ড্রতে ৫২ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে এসি মিলান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত