ক্রীড়া দিবস জুনিয়র টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৯, ১৯:০১

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০১৯ উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জুনিয়র টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

০৬ এপ্রিল ২০১৯ রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে দিনব্যাপী প্রতিযোগিতায় জাতীয় টেনিস কমপ্লেক্স, উত্তরা ক্লাব লি:, গুলশান ইয়ুথ ক্লাব, নওগা টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব ও জাফর ইমাম টেনিস কমপ্লেক্স-রাজশাহী হতে ৪৬ জন বালক/বালিকা অংশগ্রহল করে।

প্রতিযোগিতা শেষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদ গোলাম মোরশেদ বিজয়ী খেলোড়াদের পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতার ফলাফল :

বালক একক অনূর্ধ্ব ১০ বছর : চ্যাম্পিয়ন -জাওয়াদ (উত্তরা ক্লাব), রানার-আপ - জাইন (উত্তরা ক্লাব), তৃতীয় স্থান -লাব্বাইক (নওগাঁ)।

বালিকা একক অনূর্ধ্ব ১০ বছর : চ্যাম্পিয়ন - তাহসিন (নওগাঁ), রানার-আপ- রাইকা (নওগাঁ), তৃতীয় স্থান - মিতু (রাজশাহী)।

বালক একক অনূর্ধ্ব ৮ বছর : চ্যাম্পিয়ন - মো: রাকিন রহমান (রাজশাহী), রানার-আপ - দিবস কুমার (রাজশাহী), তৃতীয় স্থান - মোহতাসিন মিরাজ সায়ান (নরসিংদী)।

বালিকা একক অনূর্ধ্ব ৮ বছর : চ্যাম্পিয়ন - আফিয়া আয়মান (নওগাঁ), রানার-আপ - ইলহাম (এনটিসি), তৃতীয় স্থান - মাসতুরা আফরিন (এনটিসি)।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত