আজ ৩৮তম জাতীয় সিনিয়র টেবিল টেনিস শুরু

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৯, ১৩:৫২

অনলাইন ডেস্ক

আজ শুরু হয়েছে ৩৮তম জাতীয় সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ।

৬ এপ্রিল (শনিবার) ১০ টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতাটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

৬ দিনব্যাপী প্রতিযোগিতায় খেলা হবে পুরুষ একক, পুরষ দলগত, মহিলা একক, মহিলা দলগত, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈত ইভেন্টে।

প্রতিযোগিতা উপলক্ষ্যে গতকাল শুক্রবার টেবিল টেনিস ফেডারেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন তথ্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীরসহ অন্যান্য কর্মকর্তাগণ।

প্রতিযোগিতায় ৩৫ জেলা, ৪ বিভাগ, ৩ সার্ভিসেস সংস্থা ও ২ বিশ্ববিদ্যালয়ের ১৩ জন নারী ও ৪৪ জন পুরুষ খেলোয়াড় অংশ নিচ্ছেন।