কার্ডিফকে হারিয়ে আবারও শীর্ষে ম্যানসিটি

প্রকাশ | ০৪ এপ্রিল ২০১৯, ১৩:১৭

অনলাইন ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটিকে হারিয়ে লিভারপুলকে পিছনে ফেলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে ম্যানচেস্টার সিটি।

৩ এপ্রিল (বুধবার) রাতে ঘরের মাঠে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

এদিন প্রতিপক্ষ রেলিগেশন জোনের আশপাশের দল হওয়ায় নিয়মিত একাদশের বেশ কয়েজনকে বাইরে রেখেই দল সাজান গার্দিওলা। এতে জয় পেতে বেগ পেতে হয়নি তার দলের।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই প্রথম গোল করেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। এমেরিক লাপোর্তের পাস ডি-বক্সে পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন বেলজিয়ামের এ মিডফিল্ডার।

পরের গোলটা তারা করে প্রথমার্ধের বিরতির ঠিক আগে। ৪৪তম মিনিটে গোলটি করেন জার্মান ফরোয়ার্ড লেরয় সানে। রিয়াদ মাহরেজের বাড়ানো ক্রস থেকে গাব্রিয়েল হেসুস বল বাড়ান ডি-বক্সের মুখে। সেখানে দাঁড়িয়ে প্রথম ছোঁয়ায় নিচু শটে বল লক্ষ্যে পাঠান সানে।

এর আগে গত শনিবার ফুলহাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছিল ম্যান সিটি। পরদিনই টটেনহামের বিপক্ষের ২-১ গোলের জয়ে শীর্ষস্থান দখলে নেয় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি ম্যান সিটি। ৩২ ম্যাচ শেষে ২৬ জয় ও ২ ড্রতে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছেন সিটিজেনরা। সমান ম্যাচে ২৪ জয় ও ৭ ড্রতে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে রয়েছে লিভারপুল।