হাঙ্গেরিতে হবে ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৯, ১৭:০৮

সাহস ডেস্ক

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯ ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ।

আগামী ২১ এপ্রিল (রবিবার) শুরু হবে এই টুর্নামেন্ট এবং শেষ হবে ২৯ এপ্রিল (সোমবার)।

বাংলাদেশ থেকে চারজন খেলোয়াড় অংশ নেয়ার কথা এই টুর্নামেন্টে। চারজনের মধ্যে দুইজন নারী সোনাম সুলতানা সোমা ও মৌমিতা আলম রুমী। দুই পুরুষ খেলোয়াড় হচ্ছেন জাবেদ আহমেদ ও এমরান হোসাইন।

চার খেলোয়াড়ের সঙ্গে হাঙ্গেরি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চারজন কর্মকর্তা। দলনেতা হিসেবে যাচ্ছেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

এজিএম ডেলিগেট হিসেবে সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতি খন্দকার হাসান মুনীর। চার খেলোয়াড়ের সঙ্গে কোচের পাশাপাশি টিম ম্যানেজার পদবী নিয়ে যাচ্ছেন ফেডারেশনের সহসভাপতি মাসুদুর রহমান। কোচ আমিনুল হক।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেছেন, ‘ইতিমধ্যে আমাদের দলের হাঙ্গেরি সফরের সরকারী আদেশ (জিও) হয়ে গেছে। তবে এখনো ভিসার জন্য আবেদন করিনি। সহসাই করবো।’

চার খেলোয়াড়ের সঙ্গে চার কর্মকর্তা কেন? জবাবে ফেডারেশনেরে সাধারণ সম্পাদক বলেছেন, ‘দুইজন তো যাচ্ছি ডেলিগেট হিসেবে। আর ডেলিগেট ও কোচ-ম্যানেজারের কাজতো এক নয়। তাই কোচের পাশপাশি ম্যানেজারও রাখা হয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত