মেসিকে ঈশ্বর ডাকা বন্ধ করা উচিত: পোপ ফ্রান্সিস

প্রকাশ : ০২ এপ্রিল ২০১৯, ১২:৪৩

সাহস ডেস্ক

‘অনেকেই মেসিকে ‘ঈশ্বর’ মনে করেন। কিন্তু আমি তা বিশ্বাস করি না। তুলনা করাও উচিত নয়। তত্ত্ব অনুসারে, এটা (মেসিকে ঈশ্বর ডাকা) অপবিত্রকরণ। আপনি এটা করতে পারেন না। মেসিকে ঈশ্বর ডাকা বন্ধ করা উচিত’- বলেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

গত ৩১ মার্চ (রবিবার) স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সতায় দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন পোপ। তবে সেই সঙ্গে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে ‘ঈশ্বর’ ডাকতে নিষেধও করেছেন।

বার্সেলোনা সমর্থকদের কাছে লিওনেল মেসি হচ্ছেন 'D10S' (সংখ্যা বা অক্ষরের একটি ক্রম) যা স্প্যানিশ ভাষায় ‘দিওস’ (ইংরেজিতে গড) নির্দেশ করে। মেসির জার্সি নম্বরও ‘১০’।

পোপ বলেন, ‘অনেক মানুষ বলতে পারেন মেসি ঈশ্বর। তারা এ রকমও বলতে পারেন, আপনাকে আমি পছন্দ করি। কিন্তু পূজনীয় একমাত্র ঈশ্বর।’

তিনি আরো বলেন, ‘এটা বলা যে, সে মাঠে বলের সঙ্গে একজন ঈশ্বর। নিজের ভালোবাসা প্রকাশের এটা একটা জনপ্রিয় উপায়। মাঠে তার খেলা দারুণ লাগে। কিন্তু সে ঈশ্বর নয়।’

ধর্মীয় গুরু হলেও পোপ একজন একনিষ্ঠ ফুটবল ভক্ত। শুধু তাই না, তিনি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের সান লোরেঞ্জো ক্লাবের একজন সদস্য।

শুধু মেসিই নয়, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা ম্যারাডোনাকেও অনেক ভক্ত ‘ফুটবলের ঈশ্বর’ বলে ডাকেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত