মানাং মার্সিয়াংদির বিপক্ষে খেলতে কাঠমান্ডুতে অনুশীলনে বাংলাদেশ

প্রকাশ : ০২ এপ্রিল ২০১৯, ০২:২২

সাহস ডেস্ক

এএফসি কাপে স্বাগতিক মানাং মার্সিয়াংদি ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে আবাহনী এখন নেপালের কাঠমান্ডুতে। 

আগামী ৩ এপ্রিল (বুধবার) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে মানাং মার্সিয়াংদির বিপক্ষে নামবে বাংলাদেশ।

১ এপ্রিল (সোমবার) থেকে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করছে আবাহনী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নরা এবার এএফসি কাপ খেলছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে। এটি আবাহনীর তৃতীয়বারের মতো এএফসি কাপে অংশগ্রহণ। আগের তিনবারই বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকে। এবার আবাহনী নকআউট পর্বে ওঠার জন্য মরিয়া। যে কারণে এএফসি কাপের জন্য তারা দলভুক্ত করেছে ওয়েলিংটন নামের এক ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে।

এএফসি কাপের গ্রুপ পর্বে দক্ষিণ এশিয়ার চার ক্লাব খেলছে ‘ই’ গ্রুপে। আবাহনীর সঙ্গে আছে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব এবং ভারতের মিনেরভা পাঞ্জাব ও চেন্নাই এএফসি। এখান থেকে একটি দল পাবে নকআউট পর্বের টিকিট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত