ভারতের ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে খেলবে বসুন্ধরা কিংস

প্রকাশ : ০২ এপ্রিল ২০১৯, ০২:০৪

সাহস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্য বিরতিতে ভারতের ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নিয়েছে বসুন্ধরা কিংস।

১ এপ্রিল (সোমবার) ক্লাবটির সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘আমরা আলোচনা করছি। এখনো সে আলোচনা প্রাথমিক পর্যায়ে। পশ্চিম বঙ্গের জায়ান্টদের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা আছে আমাদের।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষ হবে ২০ এপ্রিল। বসুন্ধরা কিংস এপ্রিলের শেষ সপ্তাহে ইস্ট বেঙ্গলের সঙ্গে ম্যাচ খেলতে চায়।

ইমরুল হাসান বলেছেন, ‘আপাতত একটা ম্যাচ খেলতে চাই ইস্ট বেঙ্গলকে এনে। যদি হয় আমাদের খেলা অবশ্যই নীলফামারীতে। পরে ওদের ওখানে গিয়ে অ্যাওয়ে ম্যাচটি খেলবো। দেখা যাক কী হয়।’

বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারই প্রথম খেলছে। নবাগত দলটি মৌসুমের দুটি টুর্নামেন্টেরই ফাইনাল খেলেছে। ফেডারেশন কাপের ফাইনালে হেরেছে আবাহনীর কাছে। আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংস জিতেছে স্বাধীনতা কাপ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত