ভিন্ন পরিচয়ে বাংলাদেশে আসছেন গর্ডন গ্রিনিজ

প্রকাশ | ০২ এপ্রিল ২০১৯, ০১:৫০

অনলাইন ডেস্ক

বাংলাদেশে আবারো আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ।

আগামী ৪ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১টায় ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার ঢাকায় আসছেন।

কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে ঢাকায় আসছেন না গ্রিনিজ। তিনি আসছেন বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনে সেলিব্রেটি হিসেবে।

আগামী ৩ এপ্রিল (বুধবার) কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হবে এই এশিয়ান ট্যুর।

তিনদিন আগে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। টুর্নামেন্ট আকর্ষণীয় করতে এই সেলিব্রেটিদের উড়িয়ে আনছে আয়োজকরা। বাংলাদেশে এটি পঞ্চম এশিয়ান ট্যুর। শেষ হবে ৬ এপ্রিল।

গর্ডন গ্রিনিজ সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন গত বছর মে মাসে। তখন এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে। মে মাসের ১৪ তারিখ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১৯৯৭ সালে আইসিসি ট্রফিজয়ী দলটিকে সংবর্ধনা দিয়েছিল বিসিবি। সেখানে রাজসিক অভ্যর্থনা পেয়েছিলেন বাংলাদেশকে আইসিসি চ্যাম্পিয়ন করার এ থিঙ্কট্যাংক।