জেসুসের জোড়া গোলে জয়ের দেখা পেয়েছে ব্রাজিল

প্রকাশ : ২৭ মার্চ ২০১৯, ১১:৪২

সাহস ডেস্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জেসুসের জোড়া গোলে চেক রিপাবলিককে হারিয়ে অবশেষে জয়ের দেখা পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নেইমার বিহীন ব্রাজিল। এর আগের ম্যাচে পানামার বিপক্ষে ড্র করেছিল ব্রাজিল।

২৬ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় সিনট টিপ অ্যারিনা স্টেডিয়ামে চেক রিপাবলিককে ৩-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় ব্রাজিল। কিন্তু ম্যাচের ৩৭তম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে ব্রাজিল। সতীর্থের পাস ডিফেন্ডার মার্কিনিয়োসের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান দাভিদ পাভেলকা। একটু এগিয়ে প্রায় ২০ গজ দূর থেকে নিচু শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।

ম্যাচের ৩৭তম মিনিটে ব্রাজিলের জালে বল জড়ান ডেভিড পাভেলকা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে অতিথিরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চেক রিপাবলিকের রক্ষণের ভুলে রবার্তো ফিরমিনোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। বল দখলে এগিয়ে থেকে ম্যাচের শেষ দিকে এসে ব্যবধান বাড়ান জেসুস। ৮৩তম মিনিটে জেসুসের ২-১ গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে স্বাগতিকদের বুকে শেষবারের মতো ছুরি চালান জেসুস। আলানের বাড়ানো বল দুবারের চেষ্টায় জালে জড়ান জেসুস।

কুতিনহোর বদলি হিসেবে নামা জেসুসের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নেয় ব্রাজিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত