মারুফের সেঞ্চুরিতে রূপগঞ্জের জয়

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ১২:৪২

অনলাইন ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগে মেহেদী মারুফের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে হারিয়ে জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এর আগের ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে অপরাজিত ১৩৭ রানের পর এদিন ১০৮ রান করেছেন মারুফ।

২৫ মার্চ (সোমবার) বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অশোক মেনারিয়া ও মাহিদুল ইসলাম অংকনের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৬৪ করে খেলাঘর। ভারতীয় ব্যাটসম্যান মেনারিয়া ৭৯ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৮৭ করে অপরাজিত থাকেন।

৯৯ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭৭ করেন অংকন। এছাড়া ওপেনার রবিউল ইসলাম রবি ৮৭ বলে ৫৩ রান করেন। 
রূপগঞ্জের সুবাশীষ রায়, ঋশি ধাওয়ান ও মুকতার আলী একটি করে উইকেট পান।

২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেন রূপগঞ্জের দুই ওপেনার মারুফ ও মোহাম্মদ নাঈম। উদ্বোধনী জুটিতে তারা ১১৮ রান তোলেন। নাঈম ৭৩ বলে ৭২ রানে ফিরে গেলেও লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন মারুফ।

শেষ পর্যন্ত মারুফ ১৩৪ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ১০৮ রান করে মাসুম খানের বলে এলবি হন। দলের হয়ে মুমিনুল হক ২৬ করেন। এছাড়া শেষদিকে অধিনায়ক নাঈম ইসলাম ২৩ ও জাকের আলী ১৪ করে অপরাজিত থেকে ৪ বল হাতে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

খেলাঘরের মইনুল ইসলাম ৩টি উইকেট নেন। রবিউল হক ও মাসুম খান একটি করে উইকেট ভাগ করেন।

সেঞ্চুরি করা মারুফ ম্যাচ সেরা নির্বাচিত হন।

এদিকে এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আবাহনী লিমিটেডের পরেই উঠে এলো রূপগঞ্জ। ৬ ম্যাচে ৫ জয় ও একটি হার তাদের।