কান্নাভেজা কার্টুন এঁকেছেন জিম ক্যারি

প্রকাশ : ১৭ মার্চ ২০১৯, ১৪:২০

সাহস ডেস্ক

হলিউডের অভিনেতা জিম ক্যারি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ঘটনায় বিশ্ববাসীর সঙ্গে একাত্ম হলেন। বিশ্বের যেকোনো প্রতিবাদ ও নিন্দায় নিজের শিল্পকর্মের মাধ্যমে সক্রিয় হন তিনি। তাই এবার নিজের হৃদয়ের কান্নাভেজা একটি কার্টুন এঁকেছেন তিনি।

জিম ক্যারি সেই কার্টুনে নিজেরই কান্নাভেজা মুখমণ্ডলের ছবি এঁকে টুইটারে নিজের অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেছেন তিনি। সেখানে তাঁর চোখ থেকে শোকের নীল জল ঝরতে দেখা যাচ্ছে।

গত বছর ঘটে যাওয়া কানাডার টরন্টোর ভ্যান হামলার সময় আঁকা একটি মর্মভেদী কার্টুন পোস্ট করেছেন এই অভিনেতা। সেই ঘটনায় ১০ জন মানুষ নিহত হয়েছিলেন। সেই ছবিতে ক্যারি লিখেছিলেন, হাত দিয়ে মুখ ঢাকার কোনো উপায় নেই।

কমেডিয়ান হিসেবে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে একপর্যায়ে ছবি আঁকতে শুরু করেছিলেন জিম ক্যারি। বিশ্বে ঘটে যাওয়া যেকোনো দুর্ঘটনায় কার্টুন এঁকে প্রতিবাদ করেন তিনি।

এছাড়া গত বছর ইয়েমেনে মিসাইল হামলার পর ঘটনাটির রূপক একটি কার্টুন এঁকেছিলেন জিম। সঙ্গে লিখেছিলেন, ইয়েমেনে ৪০টি নিষ্পাপ শিশুকে বাসের মধ্যে খুন করা হলো। বন্ধু আমাদের, মিসাইল আমাদের, অপরাধটিও আমাদের।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত