কাতালান সুপার কাপ

বার্সেলোনাকে হারিয়ে শিরোপা চ্যাম্পিয়ন জিরোনা

প্রকাশ : ০৭ মার্চ ২০১৯, ১৫:০৭

সাহস ডেস্ক

কাতালান সুপার কাপের ফাইনালে ক্রিস্টিয়ান স্তুয়ানির একমাত্র গোলে মেসি-সুয়ারেজ বিহীন বার্সেলোনাকে হারিয়ে শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক জিরোনা।

৬ মার্চ (বুধবার) নোভা ক্রু আলটা মাঠে জিরোনার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে বার্সেলোনা।

ব্যস্ত মৌসুমের কথা মাথায় রেখে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের দলের বাইরে রেখেই জিরোনার বিপক্ষে দল সাজান কোচ ভালভার্দে। মেসি-সুয়ারেজ দলে না থাকলেও বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলেই রেখেছিল কাপটির বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ পর্যন্ত ফল গেছে জিরোনার পক্ষে।

ম্যাচে বল দখলে বার্সা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে জিরোনার ক্রিস্টিয়ান স্তুয়ানি পেনাল্টি থেকে গোল করে দলকে জেতান। প্রতিপক্ষের মিডফিল্ডার ভালেরি ফার্নান্দেস বার্সার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে সেখান থেকে ৬৯ মিনিটে গোলটি আদায় করে নেন উরুগুয়ের স্ট্রাইকার।

২০১৪ সাল থেকে কাতালান প্রদেশের সেরা দুই দলকে নিয়ে প্রতিবছর অনুষ্ঠিত হয় কাতালান সুপার কাপ। এই প্রতিযোগিতার সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে বার্সা। ২০১৯ সালে প্রথমবারের মতো এই শিরোপা জিতল জিরোনা। একবার শিরোপা জিতেছে এস্পানিয়ল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত