আবারও এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট

প্রকাশ : ০৪ মার্চ ২০১৯, ১৫:৪০

সাহস ডেস্ক

আবারও এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট। ২০২২ সালে চীনের হ্যাংঝৌতে এশিয়ান গেমসে ১৯তম আসরে টি-টুয়েন্টি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

৩ মার্চ (রবিবার) ওসিএ-র ভাইস প্রেসিডেন্ট রণধীর সিং বার্তা সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন বিষয়টি। ‘২০২২ হ্যাংঝৌ গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

২০১৮ সালে ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত এশিয়ান গেমস থেকে বাদ দেয়া হয় ক্রিকেটকে। ঠাসা সূচীর কারণ দেখিয়ে ২০১০, ২০১৪ এশিয়ান গেমসে অংশ নেয়নি ভারতীয় ক্রিকেট দল। পরপর দু’বার এশিয়ান গেমসে দল না পাঠানোয় ভারতের সমালোচনা করেছিল ওসিএ। তবে ওসিএ-র এই উদ্যোগকে এবার স্বাগত জানিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা।

সংস্থার সাধারণ সচিব রাজীব মেহতা বলেছেন, ‘আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা ভারতীয় বোর্ডকে ছেলে ও মেয়েদের দল পাঠাতে অনুরোধ করব। ক্রিকেট থেকে আমরা পদক আনতে পারি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত