ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন গেইল

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৯

সাহস ডেস্ক

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্ব ক্রিকেট দানব ক্রিস গেইল। এই ক্রিকেট দানব টি-টোয়েন্টি, টেস্ট কিংবা ওয়ানডে যে কোনও ফরম্যাটেই ভয়ঙ্কর হয়ে উঠেন প্রতিপক্ষের বিপক্ষে।

২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্টকে বিদায় জানিয়ে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলে যাচ্ছিলেন ৩৯ বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি নিয়মিত হলেও ওয়ানডেতে তেমন না। তবে দলের প্রয়োজনে ঠিকই ওয়ানডে খেলেন এই ব্যাটিং দানব।

সবশেষ ওয়ানডে খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই। দলে আছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও।

কিন্তু হুট করেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে জানানো হলো, অবসরে যাচ্ছেন ক্রিস গেইল। এ বছর ইংল্যান্ডে বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন এই তারকা ব্যাটসম্যান।

এ পর্যন্ত দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ২৮৪টি আন্তর্জাতিক ম্যাচ। প্রায় বিশ বছরের ক্যারিয়ারে ৩৭.১২ গড়ে মোট রান করেছেন ৯ হাজার ৭২৭। আছে ২৩টি শতক আর ৪৯টি অর্ধশতকের ইনিংস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত