তামিমের প্রশংসায় টুইট ভাসালেন আফ্রিদি

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০০

২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ষষ্ঠ আসরের শিরোপা চ্যাম্পিয়ন হলেন পাকিস্তানের সুপারস্টার শহীদ আফ্রিদি ও দেশীয় ড্যাশিং ক্রিকেটার তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। ষষ্ঠ আসরে শিরোপা পর তামিমের প্রশংসায় টুইট ভাসালেন আফ্রিদি।

গত ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) উত্তেজনাপূর্ণ ফাইনালে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ভিক্টোরিয়ানসরা।

টুর্নামেন্টের শুরু থেকেই কুমিল্লার হয়ে খেলেছেন আফ্রিদি। দলের হয়ে বেশ ভালো অবদান রেখেছেন বল ও ব্যাট হাতে। দারুণ এক টুর্নামেন্টের মধুর সমাপ্তির পর উচ্ছ্বাস ঝরে পড়ল তাঁর কণ্ঠে। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট করে বিপিএল নিয়ে নিজের ভালোলাগার কথা সবার সাথে ভাগ করেছেন ড্যাশিং এই ক্রিকেটার। ফাইনালে তামিমের অসাধারণ ইনিংস আর সামগ্রিকভাবে বিপিএলের আয়োজনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এই তারকা।

টুইটারে আফ্রিদি লিখেন, ‘দারুণ রোমাঞ্চকর এক ম্যাচ ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের প্রত্যেক সদস্য ও ম্যানেজমেন্টের সবাইকে অভিনন্দন।’ 

বিশেষ করে তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিং এবং ওয়াহাব রিয়াজের বোলিংয়ের প্রশংসা করে আফ্রিদি বলেন, ‘তামিম একেবারে ভয়ডরহীন অসাধারণ এক ইনিংস খেলেছে। পাশাপাশি ওয়াহাব রিয়াজ ম্যাচ জেতানো বোলিং করেছে।’

দারুণ একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য বিসিবির ভূয়সী প্রশংসা করেছেন আফ্রিদি। সেই সঙ্গে সামনের বিপিএলেও খেলতে আসার ইচ্ছে প্রকাশ করে এই অলরাউন্ডার বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ জানাতেই হয় এমন চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য। আগামীবার আবার খেলতে আসব ইনশা আল্লাহ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত