প্রিমিয়ার লিগে পগবার জোড়া গোলে অপরাজিত ম্যানইউ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৮

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকবার চমক দেখালেন পল পগবা। পগবার জোড়া গোলে ফুলহ্যামকে হারিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত রয়ে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড। আরেকটি গোল করেন মার্শিয়াল।

৯ ফেব্রুয়ারি (শনিবার) তাদের মাঠে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত থাকলেন ওলে গানার সোলসেরা।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ চারে উঠে এসেছে ম্যানইউ। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা উজ্জ্বল করল ওলের দল। গত বছরের আগস্টের পর এই প্রথম প্রথম চারে নাম উঠল তাদের। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা চেলসি আছে পাঁচে। যদিও রোববার আবার জায়গা উদ্ধারে সুযোগ পাবে ব্লুজরা। সেদিন শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির মাঠে খেলতে যাবে মাউরিসিও সারির দল।

আগামী ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মুখোমুখি হবে ম্যানইউ। সে কথা মাথায় রেখে এদিন মার্কাস রাশফোর্ডকে বেঞ্চে বসিয়ে শুরুর একাদশে রাখা হয় রোমেলু লুকাকুকে।

ঘরের মাঠে শুরুটা বেশ ভালো করেছিল ফুলহ্যাম। দুই মিনিটের সময় লিড নেয়ার সুযোগও পেয়েছিল তারা। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেন লুসিয়ানো ভিয়েট্টো। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানইউ। ১৪ মিনিটে ম্যানইউকে এগিয়ে দেন পল পগবা। জাতীয় দলের সতীর্থ অ্যান্থনি মার্শিয়ালের ক্রস থেকে গোল করেন ফরাসি তারকা।

নিজের দেনা শোধে খুব একটা সময় নেননি পগবা। ২৩ মিনিটের সময় মার্শিয়ালকে দিয়ে গোল করান জুভেন্টাসের সাবেক তারকা। এই গোলে ম্যানইউর সাবেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে স্মরণ করান মার্শিয়াল ২০০৭ সালে নিজেদের অর্ধ থেকে একা বল টেনে ফুটহ্যামের মাঠে গোল করেছিলেন রোনালদো। এদিন মার্শিয়ালও ঠিক একই কায়দায় গোল করেন।

প্রথমার্ধে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু ফিল জোন্সের ভুলে সেটা হয়নি। ফলে দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধেও দারুণ ফুবটল খেলে ম্যানইউ। ফল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন পগবা। স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতার বাড়ানো বলে দারুণ ফিনিশং টাচ দেন বিশ্বকাপজয়ী ফরাসি সুপারস্টার। বাকি সময়ে আর কোনও গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

এই জয়ে ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চারে থাকল ম্যানইউ। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম হটস্পার। ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট পাওয়া চেলসি আছে পাঁচ নম্বরে। সমানসংখ্যক ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ছয়ে আর্সেনাল। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে দুই নম্বরে এক ম্যাচ কম খেলা লিভারপুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত