আবারও ইনজুরিতে সাকিব, নিউজিল্যান্ড সফর বাতিল

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৬

সাহস ডেস্ক

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা চ্যাম্পিয়নের দিনে শেষ হলো ২০১৯ বিপিএলের ৬ষ্ঠ আসর। তবে বিপিএলের বিদায়ের দিনে দিয়ে গেল বড় এক দুঃসংবাদ। আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের ম্যাচে খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু সেই ম্যাচই নয় সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। সূত্র: বিসিবি

৯ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে বিসিবির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাঁহাতের অনামিকায় চোট পাওয়ায় এ মাসের শেষ দিকে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।’

জানা গেছে, গতকালের মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের ফাইনালে থিসারা পেরেরার বল পুল করতে গিয়ে বাঁম হাতের অনামিকায় বলের আঘাত পান তিনি। পরের বলেই আউট হন তিনি।

ম্যাচ শেষে স্ক্যান করালে চিড় ধরা পড়ে আঙুলে। সেজন্য সাকিবকে বিশ্রাম দিয়েছেন বিসিবির জেষ্ঠ চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

দু:সংবাদটা আরও বাড়িয়ে দিলেন তিনি। সাকিবের ইঞ্জুরি কাটিয়ে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে বলে জানান দেবাশীষ। তাতে টেস্ট সিরিজেও দেখা নাও যেতে পারে বাংলাদেশ টেস্ট অধিনায়ককে। সেই অর্থে সাকিববিহীন নিউজিল্যান্ড সফর হচ্ছে টাইগারদের।

নিউজিল্যান্ড সফরের সূচি অনুযায়ী, প্রথম টেস্ট শুরু হবে ২৮ ফেব্রুয়ারি, দ্বিতীয়টি ৮ মার্চ আর সিরিজের শেষ টেস্ট ১৬ মার্চে। তাহলে আঙুলের চিড় সেরে টেস্ট সিরিজের শেষ ম্যাচেই শুধু মাঠে নামতে পারবেন তিনি।

তবে দেবাশীষ জানান, ‘চোট সারার পর সঙ্গেসঙ্গে ২২ গজে নামা অনুচিত। ইঞ্জুরি কাটানোর পর পুনর্বাসন প্রক্রিয়া বলতে একটা কথা আছে।’ সে বিবেচনায় শেষ টেস্টে সাকিবের না ফেরার সম্ভাবনাই বেশি।

প্রসঙ্গত, গত বছর আঙুলে চোট পেয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি সাকিব। একই চোটে এশিয়া কাপের শেষের দিকে দেশে ফিরে আসতে হয় তাকে। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দেখা যায়নি তাকে।

এবার নিউজিল্যান্ড সফরে টাইগারদের সঙ্গী হতে পারছেন না সাকিব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত