কোপা ডেল রের আগে চোটে পড়েছেন মেসি

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৭

সাহস ডেস্ক

কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা আগামী (৬ ফেব্রুয়ারি) বুধবার। তার আগে দুঃসংবাদে কপালে ভাঁজ বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে চোটে পড়েছেন তার সেরা অস্ত্র লিওনেল মেসি!

২ ফেব্রুয়ারি (শনিবার) রাতে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়েছিল বার্সা।

পিছিয়ে থাকা ম্যাচে জোড়া গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন মেসি। চোটের কারণে ম্যাচে শেষ পর্যন্ত খেলা হয়নি আর্জেন্টাইন গোলমেশিনের। খেলা চলাকালীন সময়ে পাঁচ মিনিট মাঠের বাইরেও থাকতে হয়েছে বার্সা অধিনায়ককে।

চোটের ধরণ কেমন সেটা এখনো অজানা ভালভার্দের। খুব মারাত্মক চোট পাননি অধিনায়ক, বার্সা কোচের বিশ্বাস এমনটাই। রিয়ালের বিপক্ষে মেসিকে পাওয়া যাবে বলেও আশা তার।

‘আমরা রবিবারের (৩ ফেব্রুয়ারি) পরই বুঝতে পারবো মেসির ব্যথা কতটা! আমরা আশায় আছি, রিয়ালের বিপক্ষে তাকে হয়তো পাবো। রবিবার কিংবা সোমবারই বুঝতে পারবো সমস্যার ধরণ কতটুকু।’

আগামী বুধবার নিজেদের মাঠে খেলার পর ২৭ ফেব্রুয়ারি রিয়ালের মাঠে খেলতে যাবে বার্সা। তার দুইদিন পর একইমাঠে ২ মার্চ লা লিগায় এল ক্ল্যাসিকোতে আবারও রিয়ালের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত