ফেডারেশন সভাপতির সাথে সাক্ষাৎ কিশোর টেনিস দলের

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:২৮

‘আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব ১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপস ২০১৯ : ডিভিশন-২’  এর দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে জুনিয়র টেনিস দল।

দলের খেলোয়াড়গণ বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি মো: শাহরিয়ার আলম, এমপি, প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন উপস্থিত ছিলেন। সভাপতি মহোদয় দলের খেলোয়াড়দের প্রতিযোগিতার অভিজ্ঞতা সম্পর্কে অবহত হন।

প্রতিযোগিতায় বাংলাদেশ দলের ফলাফলের ভিত্তিতে প্রাপ্ত পয়েন্টে বাংলাদেশ দল সকল দেশের থেকে এগিয়ে, সেই প্রেক্ষিতে এপ্রিল-মে ২০১৯ এ ভারতের পুনেতে অনুষ্ঠিতব্য ডিভিশন-১ প্রতিযোগিতায় আমাদের অংশগ্রহণ অনেকটা নিশ্চিত।

এশিয়ান টেনিস ফেডারেশন হতে ই-মেইল পেলেই কেবল অফিসিয়ালি বাংলাদেশ গ্রুপ-১ এ উন্নীত হওয়া নিশ্চিত হবে। 
‘আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব ১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপস ২০১৯ : ডিভিশন-২’  এর দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে ১৯ জানুয়ারি ২০১৯ দেশে ফিরে জুনিয়র টেনিস দল।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত