ব্যাংককে টেনিস প্রতিযোগিতা শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ১১:৩৮

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত ‘আইটিএফ এশিয়ান অনুর্ধ ১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশীপস ২০১৯ : ডিভিশন-২’ এর দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল।

১৯ জানুয়ারি ২০১৯ বাংলাদেশ জুনিয়র টেনিস দল দেশে প্রত্যাবর্তন করে। বিমানবন্দরে খেলোযাড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ টেনিস ফেডারেশন এর চিফ কোচ মো: মোজাহিদুল হকের নেতৃত্বে ৩ জন বালক ও ৩ জন বালিকা খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বালক বিভাগের খেলোয়াড়গণ হচ্ছেন : মোহাম্মদ রুমান হোসেন, মাহাদী হাসান আলভি ও জুবায়েদ উৎস এবং 
বালিকা বিভাগের খেলোয়াড়গণ হচ্ছে : মাসফিয়া আফরিন, সাদিয়া আফরিন ও মোছা: সুবর্না খাতুন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়দের দলগত সাফল্যের ভিত্তিতে দুইটি দেশ ডিভিশন-২ হতে ডিভিশন-১ এর উন্নীত হবে, এশিয়ান টেনিস ফেডারেশন স্বল্প সময়ের মধ্যে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে। এছাড়াও 

খেলোয়াড়গণ ব্যাক্তিগত ফলাফল অনুযায়ী এশিয়ান অনূর্ধ্ব ১৪ বছরের র‌্যাংকিং পয়েন্ট অর্জন করে এবং ব্যাক্তিগত সাফল্যের ভিত্তিতে ডিভিশন-১ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের দলভূক্ত হওয়ার সুযোগ পাবে।

 

সাহস২৪.কম/রিয়াজ