আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব ১৪ টেনিস প্রতিযোগিতা ব্যাংকক এর ফলাফল

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৯, ১৮:০২

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত ‘আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব ১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপস ২০১৯ : ডিভিশন-২’ এর দ্বিতীয় প্রতিযোগিতা ১৪-১৮ জানুয়ারি ২০১৯ পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।

বালক এককের ফাইনালে মাহাদী হোসেন আলভি (বাংলাদেশ) ০-৬, ৩-৬ গেমে মোহাম্মদ এলকটপ (জর্ডান) এর নিকট পরাজিত হয়। বালক দ্বৈতের ফাইনালে মো: রুমন হোসেন (বাংলাদেশ) ও হামিদ ইসরার গুল (পাকিস্তান) জুটি ৩-৬, ০-৬ গেমে মুহাম্মদ এলকটপ (জর্ডান) ও কাসরা মাহমানী (ইরান) এর নিকট পরাজিত হয়। অপর দিকে বালক এককের স্থান নির্ধারনী খেলায় মো: রুমান হোসেন (বাংলাদেশ) ২-৪, ২-৪ গেমে আরিয়ান গিরি (নেপাল) এর নিকট এববং জুবায়েদ উৎস (বাংলাদেশ) ০-৪, ০-৪ গেমে হামিদ ইসরার গুল (পাকিস্তান) এর নিকট পরাজিত হয়। 

Mahadi Hasan Alve (BAN) lost Mohammad Alkotop (JOR) : 0-6, 3-6
Md Roman Hossain (BAN) lost Aryan Giri (NEP) : 2-4, 2-4
Zubaid Utsho (BAN) lost Hamid Israr Gul (PAK) : 0-4, 0-4

Md Roman Hossain (BAN) & Hamid Israr Gul (PAK) lost Mohammad Alkotop (JOR) & Kasra Rahmani (IRI) : 3-6, 0-6

এছাড়া বালিকা এককের স্থান নির্ধারনী খেলায় মাসফিয়া আফরিন (বাংলাদেশ) ৪-১, ৪-১ গেমে শুভাঙ্গী লাক্সি শাহ  (নেপাল) কে এবং সাদিয়া আফরিন (বাংলাদেশ) ৪-২, ৪-০ গেমে সনম চুকি দর্জী (ভূটান) কে পরাজিত করে। সুবর্না খাতুন (বাংলাদেশ) ৩-৫, ০-৪ গেমে এলিজাভেথ কিভা (কিরঘিজস্তান) এর নিকট পরাজিত হয়। 

Mashfia Afrin (BAN) beat Shubhagree Laxmi Shah (NEP) : 4-1, 4-1
Sadia Afrin (BAN) beat  Sonam Chuki Dorji (BHU): 4-2, 4-0
Suborna Khatun (BAN) lost Elizaveta Kiva (KGZ) : 3-5, 0-4

উল্লেখ্য প্রতিযোগিতায় বাংলাদেশ, ভূটান, কম্বোডিয়া, কিরঘিজস্তান, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুর, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তান দল এবং আইটিএফ এর দল হিসেবে জর্ডান, ইরান ও লেবানন দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের দলগত সাফল্যের ভিত্তিতে দুইটি দেশ ডিভিশন-২ হতে ডিভিশন-১ এর উন্নীত হবে। এছাড়াও খেলোয়াড়গণ ব্যাক্তিগত ফলাফল অনুযায়ী ডিভিশন-১ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের দলভূক্ত হওয়ার সুযোগ পাবে। দুটি খেলার ফলাফল পর্যালোচনা করে এশিয়ান টেনিস ফেডারেশনের কোন দুটি দেশ ডিভিশন-১ এ উন্নীত হবে তা দ্রুত সময়ের মধ্যে ফেডারেশনকে অবগত করবে। 

বাংলাদেশ দল ১৯ জানুয়ারি ২০১৯ থাই এয়ারলাইন্স যোগে দুপুর ১২:৩০টায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত