ইতালিয়ান সুপার কাপ

নিজের গোলে জুভেন্টাসের হয়ে প্রথম ট্রফি জিতল রোনালদো

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৯, ১২:২৪

ফর্মের চূড়ায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের জার্সিতে প্রথম ট্রফি জিতলেন তিনি। ঘরোয়া টুর্নামেন্টের ১০ম আসরে ইতালিয়ান সুপার কাপ ফাইনালে সৌদি আরবের মাঠে রোনালদোর একমাত্র গোলে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

১৬ জানুয়ারি (বুধবার) রাতে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি মাঠে সুপার ইতালির ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।

এদিন শুরু থেকেই মিলানের ওপর ঝাঁপিয়ে পড়ে জুভেন্টাস। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন জুভরা। তবে প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেননি তারা। এ অর্ধে দুটি সহজ সুযোগ নষ্ট হয় তাদের। ৩১ মিনিটে পাল্টা-আক্রমণে জর্জো কিয়েল্লিনির ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৫ মিনিটেই মিলানের জালে বল প্রবেশ করায় ফ্রেঞ্চ ফরোয়ার্ড মাতুইদি। তবে অফসাইডের জন্য বাতিল হয়ে যায় সেই গোলটি। আর ৪৩ মিনিটে রোনালদোর বাইসাইকেল কিক ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়। পরে গোল শূন্য নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ওল্ড লেডিরা। অপেক্ষার পালা শেষ করে ৬১ মিনিটে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন সিআর সেভেন। মিরালেম পিয়ানিচের চিপশটে বাড়ানো বল হেডে প্রতিপক্ষের জালে পাঠান জুভেন্টাস সুপারস্টার। এ নিয়ে নতুন আবাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ১৬ গোল করেন পর্তুগিজ যুবরাজ।

এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে জুভেন্টাস। প্রতিপক্ষ শিবিরে তোলে আক্রমণের ঢেউ। সেই তোড় সামলাতে গিয়ে ৭৪ মিনিটে বড় ধাক্কা খায় মিলান। এমরে কানকে ফাউল করে লালকার্ড দেখেন কেসিয়ে। ফলে ১০ জনের দলে পরিণত হন দ্য রেড অ্যান্ড ব্ল্যাকরা। বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেননি তারা।

শিরোপা জেতার পর ইতালিয়ান মিডিয়াকে রোনালদো বলেন, ‘এটা খুবই কঠিন ম্যাচ ছিল, বিশেষ করে এতো গরমের কন্ডিশনে।’

তারপরই নিজের খুশির কথা জানান রিয়াল মাদ্রিদের সাবেক সুপারস্টার, ‘আমার লক্ষ্য ছিল ২০১৯ সালটা ট্রফি দিয়ে শুরু করার। জুভেন্টাসের হয়ে প্রথম ট্রফি জিততে পেরে আমি বেজায় খুশি।’

এক ট্রফিতেই যে সন্তুষ্ট নন সেটাও জানাতে ভুল করেননি পর্তুগিজ তারকা, ‘এটা সবে শুরু, এটাকে ধরে আমরা সামনের দিকে এগোবো। এটা জেতার পর এখন আমাদের কাজ পরের ট্রফিটা জিততে কঠিন পরিশ্রম করা।’

এ জয়ে অনন্য রেকর্ড গড়ল জুভেন্টাস। রেকর্ড আটবার সুপার কাপ চ্যাম্পিয়ন হলেন তুরিনের বুড়িরা। সাতবার এ ট্রফি ক্যাবিনেটে ভরে পরের স্থানেই এসি মিলান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত