লা লিগায় মেসির রেকর্ডের দিনে বার্সার জয়

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৯, ১১:৪৩

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসির নতুন মাইলফলক গড়ার দিনে এইবারকে হারিয়ে জয় পেয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। এই জয়ের দিনে ৪০০তম গোলের রেকর্ড গড়েছেন বার্সা অধিনায়ক।

১৩ জানুয়ারি (রবিবার) নু ক্যাম্পে এইবারকে ৩-০ গোলে হারিয়েছে ভালভার্দের শিষ্যরা।

এদিন ক্লাবের হয়ে দুটি গোল করেছেন উরুগুয়াইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ। একটি গোল আদায় করে নেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের ১৯তম মিনিটে লিড পায় কাতালানরা। ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহোর দেয়া পাসটি কাজে লাগান লুইস সুয়ারেজ। এতে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভালভার্দের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ থাকে স্বাগতিকদের কাছেই। ৫৩ মিনিটের মাথায় সুয়ারেজের বাড়ানো বলটি পেয়ে গোল করেন মেসি। এতে প্রথম ফুটবলার হিসেবে স্প্যানিশ লিগে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০তে।

৬ মিনিট পর সার্জিও রবের্তোর বাড়ানো বল নিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি আদায় করে নেন সুয়ারেজ। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষ স্থান আরও পোক্ত করল কাতালনারা। সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে বার্সা শিবির। অ্যাথলেটিকো সংগ্রহ ৩৮ পয়েন্ট। অন্যদিকে ১৯ ম্যাচ খেলে চতুর্থ স্থানে থাকা মেসিদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মোট পয়েন্ট ৩৩।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত