সোসিয়েদাদের কাছে হেরে পাঁচ নাম্বারে সেরা ক্লাব রিয়াল

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৯, ১৪:০৬

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় নতুন বছরে হোঁচট খেয়েই চলেছে বিশ্বচ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হেরেছে সার্জিও রামোসের দল। এর আগের ম্যাচে বিশ্বের সেরা ক্লাব হয়ে মাঠে নামার পর ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র করে মাদ্রিদ।

৬ জানুয়ারি (রবিবার) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে সান্তিয়াগো সোলারির শিষ্যরা।

এ ধরনের হারের পর সাধারণত যিনি বলির পাঠা হন, সেই রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি ম্যাচের পর এড়িয়ে গেছেন পদত্যাগের বিষয়টি। চোট আর ফর্মহীন ফরোয়ার্ডদের দলের কাণ্ডারি হয়ে আসলে তার কীইবা করার আছে।

সার্জিও রামোস বলছেন, ‘পরিবর্তন দরকার দলের অবস্থা এখন বেশ জটিল।’ বিশ্বের সেরা দল যখন লিগ টেবিলে পাঁচে থাকে তখন অধিনায়কের পরিবর্তনের ডাক দেয়াটাই স্বাভাবিক।

ইস্কো ফর্ম হারিয়েছেন, গ্যারেথ বেল ঘনঘন চোটে পড়ছেন। ভিয়ারিয়ালের বিপক্ষে চোটে পড়ার পর সোসিয়েদাদের বিপক্ষে মাঠেই নামা হয়নি ওয়েলস ফরোয়ার্ডের। লুকাস ভাসকেজ যাও বা কিছুটা ফর্মে আছেন, এদিনের ম্যাচে লাল কার্ড দেখায় পরের ম্যাচে তাকে পাওয়া হচ্ছে না সোলারির। করিম বেনজেমা গোল পেলেও সেটা নিয়মিত নয়। যা লড়ার একাই লড়ছেন লুকা মদ্রিচ।

সাহস২৪.কম/বাশার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত