টসে হেরে ব্যাটিংয়ে মাশরাফির রংপুর

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৯, ১৭:৫২

সাহস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়াম লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

৬ জানুয়রি (রবিবার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। 

কাগজে-কলমে তারকা খেলোয়াড়ের সংখ্যায় খুলনা টাইটানসেই সবচেয়ে কম। তবে দলে রয়েছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাহমুদউল্লাহ। দেশি প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের উপরই আস্থা রেখেছেন খুনলার লংকান কোচ মাহেলা জয়াবর্ধনে। মাহমুদউল্লাহর নেতৃতে বিপিএলের সর্বশেষ দুই আসরে শেষ চারে খেলেছে খুলনা। এবার তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

অন্যদিকে বিপিএলের শেষ পাঁচ আসরের মধ্যে চারবারের চ্যাম্পিয়ণ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএলের সবশেষ আসরে তার নেতৃত্বে শিরোপা জিতে নেয় রংপুর রাইডার্স। দ্বিতীয় দফায় শিরোপা ঘরে তোলার স্বপ্ন নিয়ে খেলতে নেমেছে রংপুর।

রংপুর রাইডার্স:
রাইলি রুশো, মেহেদি মারুফ, মোহাম্মদ মিঠুন (উইকেট রক্ষক), রবি বোপারা, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সোহাগ গাজী, নাজমুল ইসলাম ও শফিউল ইসলাম।

খুলনা টাইটানস:
পল স্টারলিং, কার্লোস ব্রাথওয়েট, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম অমি (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, আলী খান, শরিফুল ইসলাম, জাহির খান।

সাহস২৪.কম/বাশার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত