ওয়ার্নারের সিলেটকে হারিয়েছে স্মিথের কুমিল্লা

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৯, ১৬:৩৬

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সিক্সার্স। ডেভিড ওয়ার্নারের নেতৃত্ব দেওয়া সিলেট সিক্সার্সকে হারিয়েছে স্টিভ স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ানস।

৬ জানুয়ারি (রবিবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

এদিন টস জিতে বন্ধু ওয়ার্নারকে ব্যাট করতে পাঠিয়েছিলেন স্মিথ। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে সিলেট বাহিনীরা। দলের হয়ে সর্বোচ্চ নিকোলাস পুরান ২৬ বলে ৫ চার ২ ছয়ে ৪১ রান ও আফিফ হোসাইন ১৬ বলে ৩ চারে ১৯ রান করেন।

কুমিল্লার হয়ে বল হাতে সর্বোচ্চ মেহেদী হাসান, মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ সাইফ ২টি করে উইকেট নেন।

১২৭ রানের তারা করতে নেমে ১৯.৫ বলে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান করে কুমিল্লা বাহিনীরা। দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ অপরাজিত শহীদ আফ্রিদী ২৫ বলে ৫ চার ২ ছয়ে ৩৯ রান, ওপেনার তামিম ইকবাল ৩৪ বলে ১ চার ১ ছয়ে ৩৫ রান করেন। এতে ৪ উইকেট হাতে রেখেই জিতে যায় স্টিভ স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ানস।

ম্যাচ সেরা হয়েছেন শাহীদ আফ্রিদী।

কুমিল্লা ভিক্টোরিয়ানস:
তামিম ইকবাল (আইকন), এভিন লুইস, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শোয়েব মালিক, স্টিভ স্মিথ (অধিনায়ক), শহিদ আফ্রিদি, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহিদ।

সিলেট সিক্সার্স:
লিটন দাস (আইকন), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, সাব্বির রহমান, অলক কাপালি, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, সন্দীপ লামিচানে, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।