নতুন বছরে নতুন চমক বার্সেলোনার

প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৯, ১৩:৪৩

সাহস ডেস্ক

নতুন বছরের শুরু, যার অর্থ ফুটবলে দ্বিতীয় দলবদলের সময়সীমা কার্যকর। নতুন মৌসুমে শুরুটা ভালোই হয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার। তবে নিজেদের প্রতিমুহূর্তে তৈরি করতে চায় কাতালানরা।

ডন ব্যালনের রিপোর্ট অনুযায়ী, আয়াক্সের ডি লাইহকে দলে নিতে ইচ্ছুক ছিল বার্সেলোনা। তবে মেসিই নাকি সেটা চান না। তিনি বার্সা কর্তৃপক্ষকে জানিয়েছেন, একজন সেন্টারব্যাককে দলে নিতে। মেসি যাকে দলে আনার কথা বলেছেন, তিনি ইন্টার মিলানের মিলান স্ক্রিনিয়ার। তাকে নিতে গেলে ৭ কোটি পাউন্ড খরচ করতে হবে কাতালান জায়ান্টদের।

অন্যদিকে, দ্য ইন্ডিপেনডেন্টের খবর, বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে মৌসুম শেষেই ক্লাব ছাড়তে চান। ফলে নতুন কোচ খুঁজছে বার্সাও।

ইন্ডিপেনডেন্টের খবরের পর আইটি জায়ান্ট টুইটারের এজেন্ট করডোভা জানাচ্ছে, ‘সাবেক কোচ তথা ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলাকে ফিরিয়ে আনতে চায় বার্সা কর্তৃপক্ষ।’

বাইরে নানা অঙ্ক কষার সঙ্গে মাঠের পারফরম্যান্সে বেশ ভালো জায়গায় মেসি-সুয়ারেজরা। ১৭ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া। আর বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আট পয়েন্ট পেছনে। এই ব্যবধান বাড়িয়ে নিতে আগামী রোববার তারা খেলবে গেটাফের বিপক্ষে।

শুধু লা লিগা নয়, চ্যাম্পিয়ন্স লিগেও বেশ ভালো অবস্থানে আছে ভালভার্দের দল। দাপট দেখিয়েই ইউরোপ সেরার আসরে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। শেষ ষোলোর ড্রতেও তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। বার্সা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফরাসি ক্লাব লিওঁকে।

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে কোপা ডেল রে’র শেষ ষোলোতেও উঠে গেছে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত