খেলার মাঠে ফিরছেন মাশরাফি

প্রকাশ | ০১ জানুয়ারি ২০১৯, ১৪:৩৯

অনলাইন ডেস্ক

নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ফের খেলার মাঠের উদ্দেশে জন্মস্থল নড়াইল থেকে ঢাকার পথে রওনা হয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রবিবার (৩০ ডিসেম্বর) নির্বাচনে বিজয়ী হওয়ার পর মঙ্গলবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে নড়াইল ত্যাগ করেন তিনি।

এর আগে ৩১ ডিসেম্বর দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় মাশরাফি জানান, আগামী ৫ জানুয়ারী বিপিএল এর ৬ষ্ঠ আসর শুরু হবে। ঢাকায় গিয়ে তিনি ক্রিকেটের দিকে মনোনিবেশ করবেন। এছাড়া ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের আগে ক্রিকেটের সঙ্গে কোনো আপস নেই বলে তিনি মন্তব্য করেন।

নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে দাঁড়িয়ে জিতেছেন মাশরাফি। খেলার মাঠ থেকে সংসদে যাচ্ছেন তিনি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যক্তি তিনি, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও পেশাদার ক্রিকেট খেলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। খেলতে চান বিশ্বকাপেও।

নির্বাচনে জিতে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘এখন আমার লক্ষ্য হচ্ছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলা। অবসর নিয়ে এখনই ভাবছি না। আপাতত বিপিএল নিয়ে মনোযোগী হতে চাই। ৫ জানুয়ারি শুরু হওয়ার কথা আসরটির।’