টি-টোয়েন্টি মিশন শুরুতেই বিপদে বাংলাদেশ

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৩:০৮

সাহস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির মিশন শুরু করেছে বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লাল-সবুজের দলের। চার উইকেট হারিয়ে চাপে আছে তারা।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৬.৪ ওভারে ৫১ রান করেছে। তারা উইকেট হারিয়েছে চারটি।

দলীয় ১৯ রানে দুই ওপেনার সাজঘরে ফিরেন, আর ৩১ রানে হারায় তিন উইকেট। তামিম ইকবাল (৫), লিটন দাস (৬), সৌম্য সরকার (৫) ও মুশফিক (৫) করে দ্রুত আউট হন।   

বাংলাদেশ একাদশে তিন পেসার নেওয়া হয়েছে। দুজন বাঁহাতি আবু হায়দার রনি ও মুস্তাফিজুর রহমান। আছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

তবে সিলেটের আকাশ বেশ মেঘলা। শঙ্কা আছে বৃষ্টির। তারপরও টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, নিকোলান পুরান, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট, ফাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কট্রেল ও ওশানে থমাস।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত