শুরুতেই মিরাজের আঘাতে হেমরাজের বিদায়

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:৪৮

সাহস ডেস্ক

আগের ম্যাচের মতোই প্রথম উইকেট শিকার করলেন মেহেদী হাসান মিরাজ। এবারও তার প্রথম শিকার চন্দ্রপল হেমরাজ।

আগের বলটিতেই স্টাম্পের বাইরের ডেলিভারিতে কাট করে পয়েন্ট দিয়ে চার মেরেছিলেন বাঁহাতি হেমরাজ। পরের বলটি একটু টেনে দিয়েছিলেন মিরাজ। লেংথ পড়তে একটু গড়বড় করে ফেলেন হেমরাজ। এবার ক্যাচ যায় সোজা পয়েন্টে মোহাম্মদ মিঠুনের হাতে।

১৭ বলে ৯ রান করে আউট হলেন হেমরাজ। ১২.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৫০।

রভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস, রোস্টন চেইস, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শেই হোপ, কিমো পল, কেমার রোচ, ফ্যাবিয়ান অ্যালেনকে নিয়ে আজ মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ একাদশ।

ইমরুল কায়েস একাদশে জায়গা পেলেও পেসার রুবেল হোসেন নেই টাইগার একাদশে। দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তিনে ফিরে যাচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। রুবেলের জায়গায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

বাংলাদেশ একাদশে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত