টাইগারদের সামনে ১৯৬ রানের টার্গেট

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৫২

সাহস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের লড়াইয়ে নেমেছে লাল-সবুজের দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ সতর্কভাবেই শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ২৯ রানে ওপেনার কাইরান পাওয়েল ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ক্যারিবীয়রা। সে  ধারাবাহিকতায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৯৫ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

আজ রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ কাটিয়ে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। নড়াইল এক্সপ্রেস ৩০ রান খচরায় তুলে নিয়েছেন তিন উইকেট। তিন উইকেট পেয়েছেন কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমানও। আর একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেই হোপ ছাড়া অন্যরা খুব একটা দৃঢ়তা দেখাতে পারেননি। তিনি ৫৯ বলে ৪৩ রান করেন। এছাড়া কিমো পল ৩৬ ও রোস্টন চেইস ৩২ রান করেন। আর মারলন স্যামুয়েলস করেন ২৫ রান। 

বাংলাদেশ একাদশে ফিরেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন।

এ সিরিজে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এর পর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে ১১ ডিসেম্বর। আর ১৪ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সিলেটে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৭, ২০ ও ২২ ডিসেম্বর।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত