মেসি-রোনালদোর রাজত্ব ভেঙে মদ্রিচের ব্যালন ডি’অর জয়

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ১১:৫৮

ব্যালন ডি’অরের মঞ্চে এবারের শেষ হাসিটা হাসলেন লুকা মদ্রিচ। এই মঞ্চে তৈরি হল নতুন ইতিহাস। মেসি-রোনালদোর দ্বৈতশাসনের অবসান ঘটিয়ে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখলেন মদ্রিচ। এবছরের মাঠের সেরা পুরস্কার হাতে নিলেন ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের এই মিড ফিল্ডার।

গত দশ বছরে লড়াইটা সীমাবদ্ধ থেকেছে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যেই। এই সময়ে তারা ভাগাভাগি করে নিয়েছেন ব্যালন ডি’অর খেতাব। দু’জনেই পাঁচবার করে জিতেছেন। এবার তাতে ভাগ বসালেন লুকা মদ্রিচ।

ফিফা বর্ষসেরার মতো ব্যালন ডি’অরও জিতেছেন ক্রোয়েশিয়ার তারকা। যিনি রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলতে সাহায্য করেন। তালিকায় মেসি থাকেন পঞ্চম ও রোনালদো দ্বিতীয় স্থানে।

মেসি-রোনালদোর আধিপত্যের এই অবসানকে ‘ফুটবলের জয়’ বলছেন খেতাবজয়ী মদ্রিচ।

ট্রফি হাতে তোলার পর ক্রোয়েট অধিনায়ক বলেন, ‘তারা দুজন (মেসি-রোনালদো) গত বছরে ছিলেন একটা বিশেষ স্তরে। আগে বেশ কয়েকজন খেলোয়াড়, বিশেষ করে জাভি (জাভি হার্নান্দেজ), ইনিয়েস্তা (আন্দ্রেস ইনিয়েস্তা) অথবা ওয়েসলি (ওয়েসলি স্নাইডার) ব্যালন ডি’অর জিততে পারতেন। কিন্তু সেটা হয়নি।’

এরপরই বিশ্বকাপের সেরা ফুটবলারের মন্তব্য, ‘অবশেষে মানুষ পেয়েছে, কিন্তু আমি জানি না, তারা অন্যকিছু চেয়েছিল কিনা। তবে আমি মনে করি, এই রাত ফুটবলের জন্য একটি জয়।’

অনেক কথার মধ্যে নিজের সুখের কথা জানাতেও ভোলেনি রিয়াল মাদ্রিদ তারকা। বলেন, ‘এই পুরস্কার জিতে আমি খুশি। তবে এই পুরস্কার সেই সমস্ত খেলোয়াড়েরও, যারা জেতার যোগ্য ছিলেন কিন্তু শেষ পর্যন্ত হয়নি।’

অন্যদিকে ক্যারিয়ার শুরুর পর এই প্রথমবার ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দুই তারকাকে ফ্যাকাশেই দেখাল ব্যালন ডি’অরের মঞ্চে। এবার সেরা তিনের তালিকাতেও ঠাঁই মেলেনি আর্জেন্টাইন ম্যাজিশিয়ান মেসির। তবে রানার্স আপ হয়ে কোনওরকমে এবার ব্যালন ডি’অরের মঞ্চে পা রেখেছেন পর্তুগিজ রাজা রোনালদো।

ব্যালন ডি’অরের সেরা পাঁচ:

১. লুকা মদরিচ

২. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

৩. আঁতোয়া গ্রিজমান

৪. কিলিয়ান এমবাপ্পে

৫. লিওনেল মেসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত