ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৪

দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের পর দ্বিতীয় ও শেষ টেস্টে এক ইনিংস হাতে রেখেই সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াইটওয়াশ করল স্বাগতিক বাংলাদেশ। এ জয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ সেঞ্চুরি ও মেহেদি হাসান মিরাজের ক্যারিয়ারের অসাধারণ সেরা বোলিংয়ে হোয়াইটওয়াশের লজ্জা পেল ক্যারিবীয়রা। নিজেদের ইতিহাসে প্রথমবার কোনো দলকে ফলোঅনে ফেলল টাইগাররা।

মাত্র পাঁচ মাস আগের কথা। দুই টেস্টে হারের তিক্ত স্বাদ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছিল বাংলাদেশ। মাত্র ৪৩ রানে অল আউট হবার লজ্জার সঙ্গে ইনিংসে হার। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও করুণ পরাজয়।

ওই দুটো হারের প্রতিশোধ তো নেয়া হলো! চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে আড়াই দিনে জয়, ঢাকা টেস্টও তিন দিনে জয়। সেটিও আবার এক ইনিংস হাতে রেখে।

২ ডিসেম্বর (রবিবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের আজ তৃতীয় দিনেই এক ইনিংস হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০৮
ওয়েস্ট ইন্ডিজ: ১১১/২১৩

বাংলাদেশের প্রথম ইনিংসে ৫০৮ রানের জবাবে মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং ইনিংসে ১১১ রানেই প্রথম ইনিংসে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৩৯৭ রানে পিছিয়ে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ফের মিরাজ আঘাতে ২১৩ রানে সবকটি উইকেট হারায় তারা।

এই ম্যাচে ১২ উইকেট নিয়ে নিজেকেই ছাপিয়ে যান মেহেদি হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পান আরও ৫ উইকেট। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১২টি উইকেট নিলেও রান দিয়েছিলেন ১৫৯। এবার দিয়েছেন মাত্র ১১৭ রান।

মিরপুর টেস্টে ১২ উইকেট নিয়ে মিরাজ নাম লেখান সাকিব আল হাসানের পাশে। ম্যাচে দুইবার ১০ উইকেট শিকার করা একমাত্র বাংলাদেশি বোলার ছিলেন এ বাঁহাতি স্পিনার। অধিনায়কের কীর্তিতে ভাগ বসান খুলনার এই তরুণ।

ম্যাচে একবার করে ১০ উইকেট শিকার করা অন্য দুই বোলার এনামুল হক জুনিয়র ও তাইজুল ইসলাম।

বছরের শেষ ম্যাচটা শেষ হয়েছে ইতিহাস গড়েই। নিজেদের ১৮ বছরের টেস্ট ইতিহাসে কোনও দলকে ফলোঅনে ব্যাটিং করানোর মতো ঘটনা ঘটালো বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত