ভ্যালেন্সিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলে একধাপ এগিয়ে রিয়াল

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৮

সাহস ডেস্ক

লা লিগায় ঘরের মাঠে লুকাস ভাসকেজের গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে লিগে জয়ে ফিরে পুরো তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে একধাপ উপরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। স্থায়ী নিয়োগ পাওয়ার পর লা লিগায় সান্টিয়াগো সোলারিরও এটিই প্রথম জয়।

১ ডিসেম্বর (শনিবার) রাতে ঘরের মাঠ বার্নাবুতে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে সান্টিয়াগো সোলারির শিষ্যরা।

ম্যাচে মাত্র ৮ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ৮৩ মিনিটের মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেজ।

এদিন প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন সোলারি। মার্সেলোর জায়গায় সেরা একাদশে সুযোগ পান সার্জিও রিগুলিয়ন। টনি ক্রুজের পরিবর্তে নামেন দানি সেবালোস। রোমার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর নিজের জায়গা ধরে রাখেন তরুণ মিডফিল্ডার মার্কোস লরেন্তেও। শুরুতে দলে ঠাই হয় লুকাস ভাসকেজেরও। তাছাড়া সোলারির অধীনে বেশ কয়েক ম্যাচ ব্র্যাত্য থাকা ইসকোও খেলেছেন এই ম্যাচে।

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চ্যাম্পিয়নস লিগে টানা তিনবারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে সেভিয়া। ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত