উরুগুয়ের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ব্রাজিল

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৮, ১৭:১০

সাহস ডেস্ক

দুই দল মিলে ফাউল হল ৩৮টি! যার মধ্যে ২৩ বার ফাউল করে উরুগুয়ে দেখল ৬টি হলুদ কার্ড। নেইমার আঘাত পেলেন বারবার। এমন উত্তপ্ত ম্যাচে দ্বিতীয়ার্ধের বিতর্কিত এক পেনাল্টিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

১৬ নভেম্বর (শুক্রবার) আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে ৭৫তম মিনিটে ডিয়েগো লাক্সাল্ট দানিলোকে ফাউল করলে স্পটকিকের নির্দেশ দেন রেফারি। এটি আসলে পেনাল্টির মতো ফাউল ছিল কি না, সেটি নিয়ে প্রশ্ন আছে।

এই নিয়ে টানা পাঁচ জয় পেল ব্রাজিল। এই সময়ে নিজেদের জাল অক্ষত রেখে প্রতিপক্ষের জালে মোট ১১ বার বল পাঠিয়েছে তারা।

শুক্রবার দুই দলই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে। বার্সেলোনা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ বার দুয়েক চেষ্টা করেও গোল বের করতে পারেননি। তার নেওয়া দূরপাল্লার একটি শট এবং একটি ফ্রি-কিক দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক।

ব্রাজিল মূলত ২০১৯ সালের কোপা আমেরিকা টুর্নামেন্টের দল সাজানো নিয়ে ব্যস্ত। একদিন আগে কোচ টিটে ঘোষণা দিয়েছেন, ঘরের মাঠের এই টুর্নামেন্টে তার দল কমপক্ষে ফাইনাল খেলতে চায়। তারপর শিরোপার ভাবনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত