ম্যাচ সেরা মুশফিক ও সিরিজসেরা তাইজুল

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১৬:২২

সাহস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৮ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজ ১-১ ব্যবধানে সমতা এনেছে স্বাগতিকরা। দলের এই সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন দ্বিশতক করা মুশফিকুর রহিম ও সাত উইকেট নেওয়া স্পিনার তাইজুল ইসলাম। অবদান ছিল আরো কয়েকজনেরও।

ম্যাচে চমৎকার ডাবল সেঞ্চুরি করে মুশফিক ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। তিনি এই ম্যাচে ২১৯ রানের হার না মানা একটি ইনিংস খেলেন।

আর তাইজুল পুরো টেস্ট সিরিজেই বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। তিনি প্রথম ম্যাচে ১১ উইকেট নেন এবং দ্বিতীয় ম্যাচে পান সাত উইকেট। মোট ১৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার এই পান এই বাঁহাতি স্পিনার।

শুধু মুশফিক-তাইজুলই নন, ঢাকায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ে আরো কয়েকজন দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। প্রথম ইনিংসে মুমিনুল হক ১৬১ রানের দারুণ একটি ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে মাহমুদউল্লাহ ১০১ রানে অপরাজিত থাকেন। আর জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে বল হাতে উজ্জ্বলতা ছড়ান মেহেদী হাসান মিরাজ। তিনি ৫ উইকেট নেন। তাই দল এই দারুণ সাফল্য পেয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত