বড় লিডের পথে বাংলাদেশ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৮, ১২:২৪

সাহস ডেস্ক

দ্বিতীয় টেস্টের আজ চতুর্থ দিন। জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে এদিন ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে করা ৫২২ রানের জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩০৪ রান পর্যন্ত তুলতে সক্ষম হয়।

তাই ২১৮ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। উদ্দেশ্য যখন বড় লিড তখন রান তোলার তাড়া একটু থাকেই। হাতেও সময় কম। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে যে দ্রুত উইকেট দিয়ে আসতে হবে সেটা কে জানতো!

আগের ইনিংসের ২১৮ রানের সঙ্গে ৯ রান যোগ করতেই ক্যাচ দিয়ে বিদায় নেন ইমরুল কায়েস। কাইল জার্বিসের বলে ব্যক্তিগত ৩ রানের সময় ক্যাচ দেন ব্রেন্ডন মাবুতার হাতে। এরপর আরেক ওপেনার লিটন দাস নিজের ৬ রানের মাথায় সেই জার্বিসের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।

প্রথম ইনিংসে শতক হাঁকানো মুমিনুল হকও এদিন থিতু হতে পারেননি উইকেটে। ব্যক্তিগত ১ রানের মাথায় তিরিপানোর বলে উইকেট কিপারের কাছে ক্যাচ দেন।

একই দশা মুশফিকুর রহিমেরও। প্রথম ইনিংসে দ্বিশতক হাঁকানো মুশফিকও এদিন ৭ রানে ফেরেন সাজঘরে।

মধ্যাহ্ন বিরতির আগেই দলীয় ২৫ রানে নেই ৪ উইকেট। টাইগারদের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আর মোহাম্মদ মিঠুন। ৫৩ রানের জুটি গড়ে শক্ত ভিত দাড় করিয়েছেন এই দুই টাইগার।

রিয়াদ অপরাজিত আছেন ৩৪ আর মিঠুন আছেন ২৪ রানে। এখন পর্যন্ত বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৯৬ রান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত