ঢাকা টেস্টের চতুর্থ দিনের সকালে ব্যাট করতে নামবে কারা

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ১৯:০৮

অনলাইন ডেস্ক

ঢাকা টেস্টের চতুর্থ দিনের সকালে ব্যাট করতে নামবে কারা? সিদ্ধান্তটা বাংলাদেশের উপর নির্ভর করছে। চাইলে নিজেরা করতে পারে ব্যাট, অথবা আমন্ত্রণ জানাতে পারে জিম্বাবুয়েকে। প্রথম ইনিংসে ২১৮ রানের লিড নিয়ে সফরকারীদের ফলো-অনে ফেলার এই স্বাধীনতা পাচ্ছে বাংলাদেশ। যদিও দলের মাঝে কী সিদ্ধান্ত হয়েছে সেটি জানা যায়নি।

১৩ নভেম্বর (মঙ্গলবার) শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসা তাইজুল ইসলাম কৌশলগত কারণেই হয়তো জানাতে পারেননি কী সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাইজুলের সরলসোজা জবাব, ‘আমরা এখনও জানি না।’

ক্রিকেটের রীতি অনুযায়ী দিনের সকালে ম্যাচ অফিসিয়ালদের জানালেই হল সিদ্ধান্তের কথা। সেই কৌশলেই যাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিনের সকালেই জিম্বাবুয়ে জানতে পারবে তারা বোলিং করবে নাকি ব্যাটিং। কৌশলটা এমন, যাতে আগের রাতে পরিকল্পনা সাজাতে না পারে প্রতিপক্ষ!

মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিক-মুমিনুলের ব্যাটিং বীরত্বে ৭ উইকেটে ৫২২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে সফরকারীদের ইনিংস থামে ৩০৪ রানে। চোটের কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান টেন্ডাই চাতারা।

জিম্বাবুয়ের ইনিংসে ৫ উইকেট শিকার করা তাইজুল মনে করেন ঢাকা টেস্টে মজবুত অবস্থানে আছে বাংলাদেশ। ফলো-অনের ব্যাপারে যে সিদ্ধান্তই আসুক, নিজেদের খেলাটা খেলতে পারলে ১-১ সমতায় শেষ হবে টেস্ট সিরিজ।

‘আমার কাছে মনে হয় আমরা ভালো অবস্থানে দাঁড়িয়ে আছি। আমরা যা-ই করি না কেনো(ফলো-অন) ভালো করলে ফলাফল ইতিবাচক হবে।’