হার দিয়েই বিশ্বকাপের মিশন শুরু করেছে টাইগ্রেসরা

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৮, ১১:২৮

সাহস ডেস্ক

২০১৮ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।

১০ নভেম্বর (শনিবার) ভোর ছয়টায় গায়ানায় স্বাগতিকদের বিপক্ষে ৬০ রানে হেরেছে টাইগ্রেসরা।

এদিন ম্যাচে বাংলাদেশ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জাহানারা আলম এবং রুমানা আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১০৬ রানে আটকে রাখে সালমা খাতুনের দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ১৪.৪ ওভারে ৪৬ রানে গুটিয়ে যান তারা।

তৃতীয় ওভারে সাফল্য পেয়েছিলেন জাহানারা। এরপর তুলে নেন আরও দুটি উইকেট। খরচ করেন ২৩ রান। ১৬ রান দিয়ে রুমানা নেন দুই উইকেট। একটি করে উইকেট সালমা খাতুন এবং খাদিজা তুল কুবরার।

স্বাগতিক দলের অধিনায়ক টেলর তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪৪ বলে ২৯ রানের ইনিংস খেলেন। আর শেষ দিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান নাইট ২৪ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে শতাধিক রানের স্কোর গড়তে সাহায্য করেন।

জবাব দিতে নেমে প্রথম ওভারের শেষ বলে শামিমা সুলতানাকে (৫) হারায় বাংলাদেশ। এরপর আর কেউ দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ স্কোর ফারজানা হকের। আট বল খেলে আট রান করতে সক্ষম হন তিনি!

ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার ডিন্দ্রা ডটিন মাত্র ছয় রান দিয়ে পাঁচ উইকেট দখল করেন। দুই উইকেট নিয়েছেন শাকিরা সেলমান।

গ্রুপপর্বে বাংলাদেশের বাকি তিনটি ম্যাচ সেন্ট লুসিয়ায়। ১২, ১৪ ও ১৮ নভেম্বর।

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত