সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নদের কোটি টাকা পুরস্কার

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৮, ১২:৩৫

সাহস ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের ২৩জন খেলোয়াড় ও ১১জন কর্মকর্তাকে ১ কোটি ১৪ লাখ টাকা পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়েদের ফুটবল দল অনেকবারই তার সান্নিধ্য পেয়েছে। এবার পেল ছেলেরাও। প্রত্যেক খেলোয়াড় পেয়েছেন ৪ লাখ টাকা।

৮ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় গণভবনে সাফ ফুটবল জয়ী খেলোয়াড় ও কর্মকর্তাদের ডেকে এই পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

টুর্নামেন্টে বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে। বাংলাদেশের কিশোররা এবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

গত ১ নভেম্বর সাফ ফুটবলে অনূর্ধ্ব-১৫ দল ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোল হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।

এর আগে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা। তার আগে‬ মালদ্বীপ ও নেপালকে হারিয়ে গ্রুপপর্ব পেরিয়েছিল লাল-সবুজের কিশোররা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত