সোলারির অধীনে খেলতে চায় রামোস বাহিনীরা

প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৮, ১২:৩২

সাহস ডেস্ক

রিয়াল মাদ্রিদে ধীরে ধীরে সুখ ফিরছে। দলটির খেলোয়াড়রা জানিয়েছেন, ভারপ্রাপ্ত কোচ সোলারির অধীনেই এই মৌসুম শেষ করতে চান তারা।

লোপেতেগির আমলে ক্লাব একের পর এক ব্যর্থতার মুখে পড়তে থাকে। এক পর্যায়ে তাকে বরখাস্ত করা হয়। এরপর সোলারি দায়িত্ব নিয়ে জয়ের ধারায় আছেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোরিয়া প্লজেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি।

ম্যাচ শেষে ক্যাসেমিরো বলেন, ‘তার প্রতি আমরা খুশি। তাকে স্থায়ী কোচ হিসেবে চাই। যদি সব কিছু ভালোভাবে চলতে থাকে, তবে পরিবর্তনের দরকার কী?’

জোড়া গোল করা বেনজেমা বলেন, ‘লোপেতেগি ভালো কোচ কিন্তু আমরা এখন সোলারির সঙ্গে। আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে খেলছি। আমার মতে মৌসুমের শেষ পর্যন্ত তাকে রেখে দেয়া উচিত।’

চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপে রিয়াল মাদ্রিদ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। সিএসকেএ মস্কোর মাঠে ২-১ গোলে জেতা রোমার পয়েন্টও ৯। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে আছে ইতালিয়ান ক্লাবটি। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মস্কো। ১ পয়েন্ট পাওয়া প্লজেন ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত