খেলা থামিয়ে অসুস্থ দর্শকের সেবা করলেন জোকোভিচ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৮, ১৩:১২

সাহস ডেস্ক

প্যারিস মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডে জয়ের পথে অভূতপূর্ব এক কাজ করে আলোচনায় এসেছেন নোভাক জোকোভিচ। সাইডলাইনের ঠিক পাশে বসা এক দর্শক অসুস্থ হয়ে পড়লে খেলা থামিয়ে তার সেবা করার জন্য এগিয়ে আসেন টেনিসের এই কিংবদন্তি। যদিও এদিন জোয়াও সুজাকে হারিয়ে জয় নিশ্চিত করেন জোকোভিচ।

৩০ অক্টোবর (মঙ্গলবার) জোয়াও সুজাকে ৭-৫, ৬-১ সেটে হারান জোকোভিচ।

ওই দর্শক যখন অসুস্থ হন জোকোভিচ তখন ৫-১ সেটে এগিয়ে। হঠাৎ গ্যালারিতে দর্শকদের উচ্চকিত গলা শুনে খেলা থামান। একজনকে ঘিরে অন্যরা দাঁড়িয়ে আছেন। অসুস্থ ব্যক্তি বারবার নিজের কপালে হাত দিচ্ছেন। তখন নিজের তোয়ালে নিয়ে এগিয়ে যান জোকোভিচ। অসুস্থ ব্যক্তির হাতে দিয়ে তাকে ঘাম মুছতে বলেন। এরপর চিকিৎসকদের ডেকে ওই লোককে হাসপাতালে পাঠিয়ে দেন।

কোর্টে এই দৃশ্য দেখে দর্শকরা আপ্লুত হয়ে পড়েন। হাততালি দিয়ে জোকোভিচকে সবাই অভিনন্দন জানান।

ম্যাচের পর জোকোভিচ বলেন, ‘মনে হচ্ছিল তিনি ঘামছেন। ওই সময় তার সাহায্য দরকার ছিল। আমি শুধু তোয়ালে দিয়েছি।’

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত