মেসি-রোনালদোকে ছাড়াই আজ ক্লাসিকোতে বার্সা-রিয়াল

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৮, ১৯:২৬

সাহস ডেস্ক

দীর্ঘ ১১ বছর পর এই প্রথম লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া এল ক্লাসিকোতে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

আজ ২৮ অক্টোবর (রবিবার) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে ক্লাব পর্যায়ের শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী দল।

হাতের ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে বার্সা সুপার স্টার লিওনেল মেসির। তাই দর্শক হয়েই তাকে উপভোগ করতে হবে ২৭২ তম এল ক্ল্যাসিকো।

অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ার পর প্রথমবারের মতো বার্সার মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের আট নাম্বারে থাকা দলটি। লা লিগায় বর্তমানে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে থাকা বার্সার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান চার। তাই আজকের ম্যাচটি জিতে ব্যবধান কমাতে চাইবে হুলেন লোপেতেগুই’র শিষ্যরা। অন্যদিকে আর্নেস্তো ভালর্ভেদের দল চাইবে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে টপকে টেবিল শীর্ষ হতে।

মেসির অনুপস্থিতে স্প্যানিশ তারকা সার্জিও বুসকেটস পালন করবেন বার্সার অধিনায়কত্বের দায়িত্ব। আর নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসের নেতৃত্বেই নামবে মাদ্রিদের দলটি।
 
এক নজরে দেখে নেবো এল ক্লাসিকোতে রিয়াল-বার্সার সম্ভাব্য একাদশ:

বার্সেলোনা:
সার্জিও বুসকেটস (অধিনায়ক), আন্দ্রে টের স্টেগান, জেরার্ড পিকে, ক্লেমেন্ট লেনগেলট, জর্ডি আলবা, ইভান রাকিটিচি, আর্থার মেলো, রাফিনহা, লুইজ সুয়ারেজ, কুতিনহো।

রিয়াল মাদ্রিদ:
সার্জিও রামোস (অধিনায়ক), থিবো কোর্তোয়া, লুকাজ ভেজকুয়েজ, মার্সেলো, নাচো, ক্যাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, ইস্কো, গ্যারাথ বেল, করিম বেনজেমা।.

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত