সৌম্য-ইমরুলের সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ০৩:১১

সৌম্য-ইমরুলের সেঞ্চুরি ও সর্বোচ্চ জুটিতে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে। জিম্ববুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে সৌম্য-ইমরুলের ব্যাটে ভর করে টানা তিন ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করল স্বাগতিক বাংলাদেশ। এর আগে প্রথম ও দ্বিতীয়  ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতেছিল টাইগাররা।

২৬ অক্টোবর (শুক্রবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বার দলটিকে বাংলাওয়াশ করল টিম টাইগার্স।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে সফরকারী জিম্বাবুয়ে। ২৮৭ রানের তারা করতে নেমে ৪২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৮ রান করে জয় পায় মাশরাফিবাহিনী। এতে অনেক দিন পর দলে ফেরা সৌম্য সরকার সেঞ্চুরি করেন। সাথে দারুন ফর্মে থাকা ইমরুল কায়েসও সেঞ্চুরি করেন।

অথচ গতকালও (বৃহস্পতিবার) অধিনায়কের কথায় নিশ্চিত ছিলো না সৌম্যর দলে সুযোগ হওয়া নিয়ে। এক কথায় উড়ে এসে জুড়ে বসা সৌম্য নিজেকে প্রমাণ করলেন শতক হাঁকিয়ে। ওয়ানডাউনে নেমে ৯২ বলে ৯ চার ৬ ছক্কায় ১১৭ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। এবং ওপেনে নামা ইমরুল কায়েস ১১২ বলে ১০ চার ২ ছক্কায় ১১৫ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে কেইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা ও হ্যামিলটন মাসাকাদজা ১টি করে উইকেট নেন।

এর আগে সফরকারীরা ব্যাট করতে নেমে অপরাজিত সেন উইলিয়ামসন ১৪৩ বলে ১০ চার ১ ছক্কায় ১২৯ রান করেন। উইকেট কিপার ব্রান্ডন টেইলর ৭২ বলে ৮ চার ৩ ছক্কায় ৭৫ রান করেন। এবং সিকিান্দার রাজা ৫১ বলে ২ চার ১ ছক্কায় ৪০ রান করেন।

স্বাগকিতদের হয়ে আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে এবং নাজমুল ইসলাম অপু ২টি উইকেট নেন।

জিম্বাবুয়েকে টানা তিন ম্যাচ হারিয়ে বাংলাওয়াস করে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার এবং সিরিজ সেরা হয়েছেন ইমরুল কায়েস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত