মেসিকে ছাড়াই জিতল বার্সেলোনা

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৮, ১১:৩৬

সাহস ডেস্ক

দলে ছিলেন না ক্লাবের মহাতারকা লিওনেল মেসি। কিন্তু ভাঙা হাত গলার সঙ্গে সিলিংয়ে ঝুলিয়ে হলেও ছিলেন গ্যালারিতে। সেখানে বসেই দল বার্সেলোনার জয় দেখেন লিওনেল মেসি। তাকে ছাড়াও ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইন্টার মিলানকে হারাতে কোনো সমস্যাই হয়নি কাতালানদের।

২৪ অক্টোবর (বুধবার) রাতে ক্যাম্প ন্যু’তে মিলানের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিবিহীন বার্সেলোনা।

প্রথমার্ধের পুরোটা সময় বার্সেলোনার সামনে খুঁজেই পাওয়া যায়নি মিলানকে। ম্যাচের প্রথম অংশের ৭৪ শতাংশ সময়ই বার্সার খেলোয়াড়দের দখলে ছিল বল। এই সময়ের মধ্যে পাঁচবার গোল মুখে শট নেয় বার্সা আর মিলান নিতে পারে তিনটি। ম্যাচের ৩২তম মিনিটে বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহো আলসান্তারা একাই বল টেনে পাস দেন সুয়ারেজকে। আর নিজে প্রতিপক্ষের ডি বক্সে অবস্থান নেন। সুয়ারেজের পাঠানো বলকে গোল বানাতে কষ্ট করতে হয়নি রাফিনহোকে।

দ্বিতীয়ার্ধে ইন্টার মিলান নিজেদের কিছুটা গুছিয়ে নিতে সক্ষম হয় তবে তাতেও লাভ হয়নি কিছুই। ৮৩ মিনিটে আলবার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত