আজ ফুটবলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি টাইগ্রেসরা

প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ১২:৪২

সাহস ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে তাজিকিস্তানে আজ থেকে শুরু বাংলাদেশের মিশন। ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচেই শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষার সামনে দাঁড়িয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। সম্প্রতি ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা। সেই আত্মবিশ্বাসটাকে রসদ করেই তারা তাজিকিস্তান গেছে।

আজ ২৪ অক্টোবর (বুধবার) বাংলাদেশ সময় বিকাল তিনটায় তাজিকিস্তানের দুশানবের রিপাবলিকান স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

তবে প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ায় বেশ সতর্ক তহুরা-সানজিদারা। বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনও বললেন সে কথা, ‘গ্রুপে প্রতিটি দলই ভালো। তবে আমরা এখানে এসেছি এক বছরের বেশি সময়ের প্রস্তুতি নিয়ে। মেয়েরা সবাই খেলার মধ্যেই আছে। কিছুদিন আগে আমরা সাফ অনূর্ধ্ব-১৮ শিরোপা জিতেছি। মেয়েরা জানে তাদের কীভাবে খেলতে হবে।’

এই দলটির অনেকেরই একাধিক আসর খেলে অভিজ্ঞতা অর্জন করেছে। তাই কোচের কণ্ঠে আত্মবিশ্বাস, ‘দলে কিছু খেলোয়াড় আছে যাদের বড় দলগুলোর সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। আমরা সেই অভিজ্ঞতাকে সঙ্গে করেই আজ মাঠে নামবো। আশা করছি ইতিবাচক ফল হবে।’

যদিও এই আসরের প্রথম দুটি ম্যাচে থাকছেন না অন্যতম সেরা ফরোয়ার্ড কৃষ্ণা রানী। গত বছর এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বের শেষ ম্যাচে লালকার্ড দেখেছিলেন। তারপরেও দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী ভালো খেলা উপহার দিতে চান, ‘আমরা ভালো ম্যাচ খেলতে চাই। সবাই বেশ সিরিয়াস। সবাই নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষায় আছে।’

এদিকে শক্তিশালী দক্ষিণ কোরিয়া এই বাছাইপর্বে এসেছে সব ম্যাচ জিততে। দলের কোচ হুত জাং জে তেমনটি বললেন ম্যাচের আগে, ‘আমরা এই আসরের সব ম্যাচ জিততে চাই। আমাদের প্রস্তুতি সেভাবেই নেওয়া হয়েছে। বাংলাদেশ ভালো দল। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত