‘শিরোপা নয়, দলের লক্ষ্য শেষ চারে খেলা’

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৫২

সাহস ডেস্ক

চলতি মাসের শুরুতে মালদ্বীপে আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরেছিল। এবার ছেলেরা বয়স ভিত্তিক টুর্নামেন্টে অংশ নিতে নেপাল পৌঁছেছে। শিরোপা নয়, অনূর্ধ্ব-১৫ দলের লক্ষ্য শেষ চারে খেলা। এমনটাই জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

আজ ২৩ অক্টোবর (সোমবার) বাংলাদেশ বিমানের নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বাবুর শিষ্যরা।

দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে শ্রীলঙ্কা বাদে বাকি ছয় দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ও স্বাগতিক নেপাল। ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে ভুটান।

দেশ ছাড়ার আগের দিন সাংবাদিকদের কোচ বলেন, ‘ব্রাজিল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবার জন্যই বিশ্বকাপে খেলতে যায়। তারা বলে যায় চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সেই অবস্থায় পৌঁছাইনি। আগে সেমিফাইনালে উঠি তারপর ফাইনাল নিয়ে ভাবব।’

আগামী ২৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠের লড়াইয়ে নামবে নেপাল-মালদ্বীপ। দুই দিন পর ২৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ দল। ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচ লাল-সবুজের প্রতিনিধিরা লড়বে নেপালের বিপক্ষে। ১ নভেম্বর টুর্নামেন্টের দুই সেমি আর ফাইনাল হবে ৩ নভেম্বর।

সাবেক ফুটবলার পারভেজ বাবু সোজা সাপটা ভাষায় বলেন, ‘আমরা প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালের পথটা পরিষ্কার করতে চাই।’

বাংলাদেশ দল:

ম্যানেজমেন্ট
টিম লিডার সাব্বির হোসেন, ম্যানেজার অমিত খান শুভ্র, ডেপুটি টিম লিডার মহিদুর রহমান মিরাজ। সহাকরী কোচ মাহবুব আলম পোলো, জানে আলম নুরী, রাসেদ আহমেদ। গোলকিপার কোচ মিজানুর রহমান। মিডিয়া অফিসার খালিদ মাহবুব।

খেলোয়াড়
মেহেদী হাসান (অধিনায়ক), রবিউল আলম, লাবিবুর রহমান, রাজন হাওলাদার, রাফুল রহমান, মেহেদী হাসান, নিহাত জামান উত্স, তৌহিদুল ইসলাম হূদয়, রুস্তুম ইসলাম দুখু মিয়া, রাজা আনসারী, সাগর সরকার, মারুফ আহমেদ মুগ্ধ, আরিফুল হক সীমান্ত, নাজমুল আহমেদ শাকিল, আল আমিন, আবু তালেব পারভেজ, মইনুল ইসলাম মনি, কামরান উদ্দিন রাজু, মিতুল মারমা, হেলাল আহমেদ, আশিকুর রহমান, ইবনে আহাদ শাকিল, রাসেল আহমেদ।

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত